ছাদের বাগান

prism desk
Published : 5 April 2016, 10:33 AM
Updated : 5 April 2016, 10:33 AM

পৃথিবীতে দিন দিন জনসংখ্যা বেড়ে চলেছে আর চাষের জমির পরিমাণ কমছে আর গাছ-পালাও কাটা হচ্ছে। বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খাদ্য এবং অক্সিজেনের । প্রয়োজনীয় অক্সিজেনের পাশাপাশি খাবারও উৎপাদন করা যায়, এমন চিন্তা নিয়ে নেত্রকোনার এনামুল হক পলাশ তৈরি করেছেন ছাদের উপর বাগান।

এক দশক আগে  নেত্রকোনা শহরের জনসংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজারের মতো। এখন এই জনসংখ্যা একলাখ ছাড়িয়েছে। দিন দিন বর্ধিষ্ণু এই শহরে জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি কমছে চাষবাসের জমি। এমন অবস্থায় একজন  সফল উদ্যোক্তা এনামুল  হক পলাশ বাড়ির ছাদে গড়ে তুলেছেন খামার। এখানে তিনি বিভিন্ন ফলমূল, সবজি, ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির পাখি পালন করছেন ।
এনামুল  হক পলাশ বলেন, 'এই খামার তো আছেই , পাশাপাশি আমি বিভিন্ন মানুষকে উদ্বুদ্ধ করতেছি আপনার অক্সিজেন আপনি তৈরি করেন। আপনার কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের ব্যবস্থা (নিয়ন্ত্রণ) আপনি (নিজেই) করেন। আপনার ছাদে গাছ লাগান বা আপনার বাড়ির আশেপাশে যেখানে খালি জায়গা আছে, সেখানেই আপনি গাছ লাগান। গাছ লাগিয়ে আপনার দেশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করুন।'
উদ্যোক্তা চান যে তার এই উদ্যোগ যেন চারদিকে ছড়িয়ে পড়ে।