‘অবহেলিত’ সরকারি সম্পত্তি

prism desk
Published : 22 March 2016, 07:06 PM
Updated : 22 March 2016, 07:06 PM

এটি (বন বিভাগের) সরকারি জায়গা হলেও সবাই তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে।সরকার থেকে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে যার যার মতো জিনিসপত্র নিয়ে যাচ্ছে।এখান থেকে টিন অথবা কাঠ নিয়ে যাচ্ছে।

সরকার থেকে কোন পদক্ষেপ না নেওয়া হচ্ছে না বলে সবাই যার যার মতো মতো ব্যবহার করার ফলে এই জায়গাটি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে।
আর যদি সরকার থেকে কোন ব্যবস্থা না নেয়া হয়, তাহলে এই বন একদিন অস্তিত্বহীন হয়ে পড়বে আর পুরো এলাকাই বেদখল হয়ে যাবে।