সুমনের স্বপ্ন

prism desk
Published : 30 March 2016, 07:57 PM
Updated : 30 March 2016, 07:57 PM

জীবনে কারও চলার পথ সহজ আবার কারও কঠিন। সুমন ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সুমন বড় হয়ে সাংবাদিক হতে চায়।

আমার নাম জাহিদ হাসান সুমন। আমার বাড়ি ভাওয়াল মির্জাপুরে। আমি ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান বিভাগে পড়ি। পড়াশোনার পাশাপাশি  hello.bdnews24.com এ সাংবাদিকতা করি। আমি ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। ছোটবেলার কথা বলতে গেলে অনেক ছোটবেলা থেকে আমার মা বাবা আমার জন্যে অনেক কষ্ট করেছেন। আমার বাবা  তখন  ইট ভাটায় কাজ করতেন। মাটি কেটে যে টাকা পেতেন তা দিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হত।

তারপর উনি অনেক দেনা করে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। এমনও হয়ছে আমরা দু বেলা দু মুঠো খেতে পাই নাই। আমার আব্বু আমার হাত খরচ দিতে পারেননি। আমি টিউশনি করে (অন্য ছাত্রদের পড়িয়ে) আমার হাত খরচ চালাই। কলেজ বন্ধের সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে কাজ করি। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে (আমাকে) লেখাপড়া করাইছে। আমি ভালোভাবে লেখাপড়া করতে চাই বড় হয়ে সাংবাদিক হতে চাই। পরিবারের জন্য কিছু করতে চাই।