বেহাল দশায় একমাত্র শিশুপার্ক

prism desk
Published : 1 April 2016, 08:10 PM
Updated : 1 April 2016, 08:10 PM

শিশুদের বেড়ে ওঠায় খেলাধুলা বা বিনোদনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে আজকাল অনেক শহর এলাকায় শিশুরা খেলাধুলার সুযোগ পায় খুবই কম। খেলার মাঠের সংকট রয়েছে অনেক শহরেই। মানিকগঞ্জ শহরের একমাত্র শিশুপার্কটি রয়েছে বেহাল দশায়।

মানিকগঞ্জে আমাদের একটাই শিশুপার্ক আছে। সেটা হচ্ছে 'মুক্তিযোদ্ধা শিশুপার্ক'।

শিশুদের খেলাধুলা, তাদের বিকাশের জন্যে করা হয়েছে এই পার্কটি। কারণ শিশুরা বেড়ে ওঠার জন্য একটা খোলা জায়গা দরকার তাদের জন্য একটা ভালো পরিবেশ দরকার। তারা সেটা পেয়েও পাচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছেন স্লাইডারগুলো ভেঙ্গে গেছে। দোলনাটা নেই। আবর্জনা ভর্তি।

পার্কের রাইডগুলো যদি অকেজো থাকে তাহলে তারা (শিশুরা) ব্যবহার করতে পারছে না। এগুলো যদি সংস্কার করে, মেরামত করে যদি আধুনিক একটা পার্ক করা হয় তাহলে শিশুদের জন্য একটা ভালো  জায়গা হবে তাদের বিকাশের জন্য। তারা যেন ভালভাবে খেলতে পারে, তাই এই শিশুপার্কটাকে আধুনিক করা উচিত।