সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল

prism desk
Published : 2 April 2016, 08:18 PM
Updated : 2 April 2016, 08:18 PM

শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার হলেও অনেকই শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত হয়। তবে সমাজে সব শিশুই যাতে শিক্ষা পায় সেই লক্ষ্যে নারায়ণগঞ্জে তৈরি হয়েছে সমগীত পাঠশালা।

শিক্ষা মানুষের মূল (মৌলিক) অধিকার। প্রতিটি শিশুরই এই অধিকার প্রাপ্য।

কিন্তু বাংলাদেশে দারিদ্রতার কারণে অনেক শিশুই এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

নারায়ণগঞ্জের ইসদাইর রেললাইন এলাকায় এই বিদ্যালয়টা হওয়ার ফলে এখানে দারিদ্রতার মধ্যে বসবাস করা শিশুরাও লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। এবং তারা হয়তো এগিয়ে যাবে।