মন কাড়ে সুখবাসপুর দীঘি

mujtaba plato
Published : 24 Sept 2016, 02:50 PM
Updated : 24 Sept 2016, 02:50 PM

মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নে সুখবাসপুর দীঘি। প্রাচীন দীঘিটি মানুষের পানীয়জলের অভাব পূরণে খনন করা হয় বলে লোকে মনে করে। শীতে হাজার হাজার অতিথি পাখির দেখা মেলে এতে। গ্রীষ্মে শুকিয়ে গেলেও বর্ষায় ফিরে পায় প্রাণ। বিভিন্ন এলাকার মানুষ ঘুরতে আসে এখানে। শিশু সাংবাদিক রাকিব হাসান পারভেজের প্রতিবেদন