prism desk
Published : 8 April 2016, 05:24 PM
Updated : 8 April 2016, 05:24 PM

মানিকগঞ্জ শহরের খুবই কাছে এই পুরাকীর্তি সম্পর্কে অনেক কিছু কথিত থাকলেও আশেপাশে বসবাসকারীরাও এখন আর খুব একটা কিছু বলতে পারেন না। আরও জানিয়েছে প্রিজমের সাদিয়া রহমান ঝিলিক (১৬)।

ছোট বেলায় বাবার কাছে শুনতাম মানিকগঞ্জ শহরে যা সবার আগে চোখে পড়ত তা মত্তের মঠ।

এই মঠটি কে নির্মাণ করেছেন তা সঠিক ভাবে কেউই বলতে পারে না। এটি কোন এক জমিদারের সমাধি ছিল বলে জানা যায়।

এই মঠের মধ্যে একটা চাবি আছে, সেটিকে ঘিরে শোনা যায় অনেক উপকথা।

মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী মঠটি অযত্নে অবহেলায় আস্তে আস্তে মিশে যাচ্ছে মাটিতে।