‘মরছে’ মগড়া

prism desk
Published : 7 April 2016, 05:25 PM
Updated : 7 April 2016, 05:25 PM

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই মগড়া নদীতে এখন সবসময় হাঁটু জল থাকে।

এই নদীর নাম মগড়া নদী। আমি অনেকের কাছে শুনেছি যে এই নদী ছিল অনেক সুন্দর। এটার মধ্যে অনেক জল ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অনেক ময়লা আবর্জনা কচুরিপানা এবং অনেক কিছু আছে যার জন্য এই নদী দিন দিন ধংসের(বিলীন হবার)পথে চলে যাচ্ছে।

নেত্রকোণায় বসবাসকারী কামাল হোসেন বলেন, 'এই নদীটির নাম মগড়া। মগড়ার অর্থ, যা কোন বাধ মানে না । চুয়াত্তরের বন্যার সময় এই নদীতে এত স্রোত ছিল যে চিন্তা করা যায় না । স্রোতে একদিকে নামলে আরেক দিকে ভাসিয়ে নিয়ে যাইত।'

এই নদীটা আগে অনেক খরস্রোতা ছিল। আগে অনেক মাছ পাওয়া যেত এবং মানুষ এই নদীটার জল অনেক কাজে ব্যবহার করতে পারত। কিন্তু আজ এই নদী দূষণের ফলে শুকিয়ে যাচ্ছে এবং ময়লা আবর্জনা অনেক বেশি থাকার কারণে মানুষ এই নদীর পানি কোন কাজে ব্যবহার করতে পারছে না এবং নদী দখলও হচ্ছে। এখন যদি নদী দখল বন্ধ করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে আর তাদের ময়লা আবর্জনা না ফেলে তাহলে এই নদী আবার খরস্রোতা হয়ে উঠবে। এই নদীকে মানুষ ব্যাবহার করতে পারবে। আমরা এটাই চাই।