‘মরে যাচ্ছে’ তুরাগ নদী

prism desk
Published : 21 March 2016, 10:42 AM
Updated : 21 March 2016, 10:42 AM

আমার নাম মো. জাহিদ হাসান সুমন আমার বাড়ি ভাওয়াল মির্জাপুর। এই যে নদী দেখছেন এর নাম তুরাগ নদী। শিল্পকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ এবং পাশের ইট ভাটার বর্জ্য পদার্থের ফলে এই নদী এখন মৃতপ্রায়।

এই নদীর পানি আগে অনেক সুন্দর ছিল মানুষ গোসল করত এবং অনেক মাছ ছিল। এখন এই নদীতে মাছ নেই। মাছ না ধরতে পেরে জেলেরা এখন অনেক কষ্টে জীবন যাপন করছে।

আমি নৌকার মালিক এখন নৌকা চলেও না, চালাইও না। নৌকা চলে বর্ষায়। পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন মানুষ চলাফেরা করে না।

এই নদী এখন বিলীন হয়ে যাচ্ছে। নদীর এক সাইড দিয়ে নৌকা চলছে আরেক সাইড দিয়ে মানুষ হেঁটে পার হচ্ছে।  জেলেরা মাছ ধরতে পারছে না মাছ না থাকায়। জেলেরা এখন অনেক কষ্টে জীবন যাপন করছে।