মায়ের ভাষায় পড়তে চায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর শিশুরা

mujtaba plato
Published : 13 July 2017, 03:01 PM
Updated : 13 July 2017, 03:01 PM

বাংলাদেশে অনেক নৃ-জনগোষ্ঠীর ভাষা এখন বিলুপ্তির হুমকির মুখে। উরাও, রাজবংশী, পাহাড়িয়া, মুসাহর, কোচ হাজং, তুরী, সাঁওতালীসহ কত কত জনজাতি রয়েছে এদেশে। মাতৃভাষায় বই পড়ার আগ্রহী এদের সন্তানরাও। রহিম শুভর প্রতিবেদন