বিবি মরিয়মের সমাধি

prism desk
Published : 29 March 2016, 07:52 PM
Updated : 29 March 2016, 07:52 PM

কথিত আছে ঈষা খাঁর দুই মেয়ের একজন থাকতেন ঢাকায় আর অন্যজন, বিবি মরিয়ম, থাকতেন নারায়ণগঞ্জে। বিবি মরিয়ম নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করেন। তার স্মরণে নির্মাণ করা হয়েছিল একটি সমাধি। এটির এখন বেহাল দশা।

বারো ভুঁইয়াদের একজন ছিলেন ঈসাখাঁ। বিবি মরিয়ম ঈসাখাঁর মেয়ে। এই সমাধিটি তারই। এখানে অনেক কবরের ঠিক মধ্যখানে অবস্থান করছেন বিবি মরিয়ম।

সমাধির পাশেই বিবি মরিয়মের নামে  তৈরি হয়েছে একটি স্কুল। রক্ষণাবেক্ষণের লোক থাকলেও ঠিকভাবে  সংরক্ষন করা হচ্ছে না এই প্রাচীন নিদর্শনটি।

'দেখাশোনা করার ছেলেটি আলগা কাজ করে। দিনের বেলা অন্য কাজ করে। এখানে খালি ডিউটি করে আর শুইয়া থাকে।'

এখানে ছিল কেল্লায় যাওয়ার গোপন প্রবেশ পথ।