ব্যতিক্রমী উদ্যোগ

prism desk
Published : 3 April 2016, 08:19 PM
Updated : 3 April 2016, 08:19 PM

আমাদের মাঝে অনেক শিশু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয়। সবার মতো তাদের আছে সমানভাবে বেড়ে ওঠার অধিকার, শিক্ষার অধিকার। বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিষয়ে মানিকগঞ্জ থেকে আরও জানিয়েছে প্রিজমের হাসান সিকদার (১৬)।

'চেষ্টাতেই সাফল্য আমরাই পারি' এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে ২০০৬ সাল থেকে দিলারা মোস্তফা বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় যাত্রা শুরু করে। এই স্কুল ইতোমধ্যেই অনেক সাফল্য অর্জন করেছে।এবং মানিকগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে।

আজকে আমি এই বিদ্যালয়ে এসেছি এবং তাদের কার্যক্রম ঘুরে দেখব।

এখানে শিশুদের অনেক যত্ন সহকারে পড়ানো হয়।পাশাপাশি তাদের যেই সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে যেমন নাচ, গান,পাশাপাশি  চিত্রাঙ্কন।আমরা বেশ কয়েকটি চিত্রাঙ্কনও দেখেছি।

শিশুরা সুন্দর চিত্রাঙ্কন দেখিয়েছে এবং তাদেরকে কথা বলা শিখানো হয় যারা অটিস্টিক আছে যারা 'সঠিক ভাবে কথা বলতে পারে না'। আমরা দেখছি যে শিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে তাদেরকে  শেখায়। এটা মানিকগঞ্জের অহংকার।

আমরা চাই যে মানিকগঞ্জে এমন বিদ্যালয় আরও হোক প্রতিবন্ধী শিশুদের আরও পড়ালেখার সুযোগ তৈরি হোক এটাই আমাদের প্রত্যাশা ।