বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠান প্রব্রজ্যা গ্রহণের বিষয়ে বান্দরবান থেকে জানিয়েছে এ এ প্রু মারমা (১৩)।
প্রব্রজ্যা গ্রহণ মারমাদের (বৌদ্ধ ধর্ম্বালম্বীদের) একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান।। এটি (অন্তত) ৭ দিনের জন্য পালন করা হয়। ভিক্ষু, শ্রমণ, মেশিহলারা ভোর ৪ টায় ঘুম থেকে উঠে বৌদ্ধ পূজা করে ছোয়াইং (খাবার) খান।
সকাল ৮ টায় পিণ্ডদান করতে বের হন। পিণ্ডদানের সময় তাদের জুস, টিস্যু এবং চাল দান করা হয়। তারপর দুপুরের ছোয়াইং খেয়ে বিশ্রাম করে ধ্যান করেন এবং চংক্রমণ(পরিভ্রমণ)করেন। ভিক্ষুরা ২২৭ টি শিল পালন করে এবং শ্রমণ ও মেশিহলারা ১০ শিল পালন করে থাকে।
বৌদ্ধ ধর্ম্বালম্বীরা ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে এই আচার পালন করে থাকে।