কাঠ খোদাই শিল্পের দুঃসময়

prism desk
Published : 11 April 2016, 01:08 PM
Updated : 11 April 2016, 01:08 PM

বান্দরবানে কাঠ খোদাই করে বিভিন্ন জিনিস বানানো হয়। কিন্তু কারিগরের অভাবে এই শিল্প এখন বিলুপ্তির পথে।

বান্দরবানের কাঠের কারুকাজের এই কারিগরের নাম নু পু শি মারমা। উনার বয়স ৬০ বছর। তিনি গত ২০ বছর যাবত এখানে কাজ করে যাচ্ছেন (এই শিল্পে জড়িত)। আর এই নিদর্শনগুলো বিক্রি হচ্ছে বান্দরবানের বিভিন্ন বাজারে। এক সময় যদিও এই শিল্পের অনেক গুরুত্ব ছিল। এখন কারিগরের অভাবে এই শিল্প দিন দিন লুপ্ত পাচ্ছে। বান্দরবানে কাঠ (কাঠের কারুকাজ) শিল্প একদিন (হয়তো) লুপ্ত হয়ে যাবে। তাই আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের সকলকে কাঠ (কারুকাজের)শিল্প টিকিয়ে রাখার জন্য কাজ করে যেতে হবে। এটি আমাদের দায়িত্ব।