যত্রতত্র আবর্জনা

prism desk
Published : 18 April 2016, 12:46 PM
Updated : 18 April 2016, 12:46 PM

বান্দরবান একটি ছোট এবং সুন্দর শহর। কিন্তু এই শহরে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান না থাকার কারণে যেখানে সেখানে ময়লা ফেলা হচ্ছে ।

এইখানে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম । কিন্তু এখন দেখা যাচ্ছে এইখানে ময়লা ফেলা শুরু হয়েছে। ফলে বান্দরবানের এই ছোট মাঠে আমাদের খেলাধুলার অসুবিধা হচ্ছে।

শিশুদের সমস্যা হচ্ছে। তাছাড়া পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ শিশুদের জন্য (বাকি সবার মতো) ক্ষতিকর হতে পারে। বান্দরবান শহরে ময়লা ফেলার (নির্দিষ্ট) জায়গা খুবই কম। ডাস্টবিনও কম, এখানে গরু ছাগল ঘুরে বেড়ায়। এই ময়লার ফলে পরিবেশ দূষণ হচ্ছে ।

প্রাকৃতিক সৌন্দর্যের শহর বান্দরবান যদি এইভাবে ময়লার ডাস্টবিনে পরিণত হয়, তাহলে বান্দরবানের সৌন্দর্য হারিয়ে যাবে ।