‘নতুন’ স্টেডিয়াম

prism desk
Published : 19 April 2016, 12:48 PM
Updated : 19 April 2016, 12:48 PM

নেত্রকোণা স্টেডিয়াম নতুন করে নির্মাণ করা হচ্ছে।

আমরা এখন আছি নেত্রকোণা জেলার সাতপাই এলাকায়। এখানে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি হচ্ছে। এখানেই আগে একটি স্টেডিয়াম ছিল, যা নেত্রকোণা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ১৯৭৮ সালে নির্মিত হয়েছিল স্টেডিয়ামটি। এখানে খেলেছেন এমন অনেক খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন।

সেলিম মিয়া বলেন, 'এখানে খেলা হইব। ক্রিকেট ফুটবল আরও অনেক খেলা হইব। এটা আমাদের জন্য খুব ভাল দেশের জন্য খুব ভাল নেত্রকোণাবাসীর জন্য খুব ভাল।'

এখানে যখন নির্মাণ কাজ শেষ হবে তখন আন্তর্জাতিক খেলা হবে (বলে আশা করা যায়) যাতে শিশুরাও অনুপ্রাণিত হবে। তারা হয়তো (ওই শিশুরা) একসময় খেলার জগতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারবে। এটা শুধু নেত্রকোণার জন্য নয় দেশের জন্য গৌরবের বিষয় (ভালো হবে)।