কালীগঙ্গা নদী

prism desk
Published : 21 April 2016, 11:39 AM
Updated : 21 April 2016, 11:39 AM

মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদী শুকিয়ে যাচ্ছে।

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এদশে জালের মত ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক নদী।  মানিকগঞ্জের দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে এই কালীগঙ্গা নদী।

কালীগঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ধলেশ্বরী নদী থেকে। এটি বেওথার মধ্যে দিয়ে গিয়ে শীতলক্ষ্যা নদীতে মিলিত হয়েছে। এই নদীতে একসময় অনেক বড় বড় লঞ্চ, স্টিমার চলাচল করত। বর্তমানে এই নদী শুকিয়ে যাচ্ছে। মানুষ এখন নৌকা এবং ট্রলার দিয়ে এই নদী পারাপার হচ্ছে। কিছু কিছু স্থানে মানুষ হেঁটেও পারাপার হচ্ছে।

জেলেরা একসময় এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে জেলেরা এই নদীতে এখন মাত্র তিন থেকে চার মাস মাছ ধরতে পারে। বছরের বাকি সময়ে পানির স্বল্পতার কারণে তারা মাছ ধরতে পারে না ।

এই নদী দূষিত হচ্ছে কলকারখানার বর্জ্য ফেলার কারণে। যার ফলে নদীর পানি দূষিত হবার পাশাপাশি মানুষজন রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে।