খেলার মাঠ নেই

prism desk
Published : 23 April 2016, 10:54 AM
Updated : 23 April 2016, 10:54 AM

নেত্রকোণা শহরে শিশুদের জন্য নির্দিষ্ট কোন খেলার মাঠ অথবা পার্ক নেই। 

আর তাই এই শহরের শিশুরা ফাঁকা জমির মাঠে কিংবা বাসার ছাদে তাদের তাদের অবসর সময় কাটায়। অনেক শিশু আবার কম্পিউটার কিংবা মোবাইল ফোনেই অবসর সময় কাটায়। এত তাদের মানসিক বা শারীরিক বিকাশ সঠিকভাবে হচ্ছে না ।

এই নেত্রকোণা শহরে নির্দিষ্ট এবং সুন্দর খেলার মাঠ এবং পার্ক দরকার যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করবে।