গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে বয়ে যাওয়া তুরাগ নদী দূষিত হয়ে পড়েছে আশেপাশের কলকারখানার বর্জ্যে এবং শুকিয়েও যাচ্ছে বিচিত্র কারণে। আর এত কষ্টে আছে জেলে সম্প্রদায়।
যারা মাছ ধরেন তারা হলেন জেলে। বাংলাদেশের অনেক নদ-নদী শুকিয়ে যাচ্ছে। আর নদী দূষণের কারণেও মাছ মরে যাচ্ছে।
একজন জেলে হরি লাল বলেন, ‘সব পচা পানি নামতাছে নদীতে। হের লিগা আমরা কাজ কর্ম করা পারতাছি না। পানি আছে কিন্তু মাছ ধরা পারি না। পানি শুকায় না গাঙে, পানি ঠিকই আছে কিন্তু মাছ ধরতে পারি না। এই পানি যদি ভালো থাকত তাহলে মাছ ধরতে পারতাম। এখন সবাই বেকার বসে আছি।’
জেলেদের মতো আরও কিছু পেশার মানুষ তাদের নিজস্ব পেশা থেকে সরে যাচ্ছেন।
অর্থনীতি, জীবনযাপন, শিল্প, সংস্কৃতি