prism desk
Published : 26 April 2016, 10:19 AM
Updated : 26 April 2016, 10:19 AM

বিভিন্ন কারণে লৌহজাত পণ্য তৈরির এই প্রাচীন পেশায় নিয়োজিত মানুষরা এখন কম কাজ করছেন।

আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিস আছে যেমন দা, বটি, কাঁচি ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি দা, বটি, কাঁচি কীভাবে বানানো হচ্ছে। যারা এগুলো বানান তারা কামার নামে পরিচিত।

এখন আমরা দেখব তারা জিনসগুলো কীভাবে বানাচ্ছেন।

দা , বটি, চাকু এসব আগের তুলনায় কম বানানো হচ্ছে (কামররা কম বানাচ্ছেন)। কারণ এখন বিভিন্ন মেশিনের সাহায্যে এই জিনিসগুলো বানানো হচ্ছে।

আর এজন্য মানুষ আগের মত এই জিনিসগুলো কামারদের কাছ থেকে আর বানাচ্ছেন না। এই অতি প্রয়োজনীয় জিনিস তৈরির পেশাটি হয়তো আস্তে আস্তে হারিয়ে যাবে।