শিব সিদ্ধেশ্বরী মন্দির

prism desk
Published : 29 April 2016, 05:43 PM
Updated : 29 April 2016, 05:43 PM

ধারণা করা হয় এই মন্দিরটি রানী ভিক্টোরিয়ার শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে।

আমরা আজকে এসেছি মানিকগঞ্জের অন্যতম প্রাচীন মন্দির শিব সিদ্ধেশ্বরী মন্দিরে। জানা যায় যে রানী  ভিক্টোরিয়ার আমলে শিব সিদ্ধেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।

মানিকগঞ্জে শিব সিদ্ধেশ্বরী মন্দিরটি জেলার পুরাকীর্তির মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে তিন ফিট উচ্চতা বিশিষ্ট প্রস্তরময় মাঝারি আকারের শ্বেত পাথর শিবের বাহন ষাঁড়, অষ্টধাতুর দুর্গামূর্তি এবং আরও ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়।

কিন্তু সবগুলোই উনিশশো একষট্টি থেকে বাষট্টি সালের দিকে চুরি হয়ে  যায়। বর্তমানে সিমেন্টের সিদ্ধেশ্বরী শিব পূজিত হচ্ছে। শিব সিদ্ধেশ্বরী মন্দিরটির নিজস্ব আয়ের উৎস না থাকায় প্রাচীন মন্দিরে অর্থাভাবে কোন সংস্কার কাজ করা হয়নি।

সম্প্রতি এই মন্দিরে সংস্কারের কাজ করা হয়। এখানে রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, শ্রী শ্রী শিব মন্দির এবং শ্রী শ্রী গোরখনাথ মন্দির। শ্রী শিব সিদ্ধেশ্বরী মন্দির মানিকগঞ্জের প্রাচীনতম মন্দিরের একটি। এটির ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দেয়া না যায় তাহলে এর ইতিহাস, ঐতিহ্য সব কিছুই একসময় বিলুপ্ত হয়ে যাবে।