prism desk
Published : 30 April 2016, 07:43 PM
Updated : 30 April 2016, 07:43 PM

মগড়া নদী নাব্যতা হারানোয় একসময়ের ব্যস্ত নেত্রকোণা 'লঞ্চ ঘা' এখন যেন হারিয়ে যাওয়া ইতিহাস!

নদী মাতৃক দেশ বাংলাদেশ। এই দেশে আছে অসংখ্য নদী। আর একসময় নৌপথ ছিল সারা দেশের যোগাযোগের প্রধান পথ।

আজ রয়ে গেছে কিছু নাম। তেমনি একটি নাম লঞ্চ ঘাট, নেত্রকোণা লঞ্চ ঘাট।

এই লঞ্চ ঘাট আজ শুধুই ইতিহাস। সেটিও হারিয়ে যাচ্ছে দিনে দিনে। লঞ্চ তো দুরের কথা নৌকাই চলতে পারে না।

কচুরিপানাতে ভরে গেছে নদী। ময়লা আবর্জনা আর কচুরিপানাতে ভরে গেছে নদী।