বানের জলের পরেও বালাই

mujtaba plato
Published : 8 August 2016, 12:24 PM
Updated : 8 August 2016, 12:24 PM

বন্যায় ক্ষেত-খামার, রাস্তা-ঘাট, উঠোন-ঘর প্লাবিত হলে রোগ-বালাই ছড়িয়ে পড়ে। আর পানি কমলেও দুর্ভোগ কমে না। তখনও ছেলে-বুড়ো সবারই হতে পারে নানান রোগ। এমন কি মায়ের গর্ভের শিশুটিও নিরাপদ নয়। বন্যা এলাকা ঘুরে শিশু সাংবাদিক আশিকুর রহমান সোহানের প্রতিবেদন