ধার কমছে দা-বটির, আর প্রথায় নয়

mujtaba plato
Published : 15 August 2016, 11:55 AM
Updated : 15 August 2016, 11:55 AM

দা-বটির কুটির শিল্পী কামারের দিন চলছে কষ্ট করে। দেশে লোক বাড়লেও তার কাজের চাহিদা বাড়েনি। বাপ-দাদার পথ ধরে এ কাজে এলেও সন্তানকে গড়তে চায় অন্য কাজের যোগ্য করে। কামার সন্তানরাও বুঝে গেছে পৈত্রিক এ পেশা বড় কষ্টের। শিশু সাংবাদিক সাফায়েত হাবিব আলভীর প্রতিবেদন