জিনমাই জাদি বৌদ্ধ বিহার

faizan siddiqui
Published : 4 April 2016, 12:37 PM
Updated : 4 April 2016, 12:37 PM

আমরা এখানে এসেছি বান্দরবানের জিন মাই জাদি দেখার জন্যে। এটা ২০০ বছর পুরানো। এই বিহারের ডিজাইন (নকশা) আর রং  বার্মা থেকে আনা হয়েছে। এটা মারমাদের একটি ঐতিহ্যবাহী স্থান।

এখানে পূজা করা হয়। এটা বোমগ্রি কিও জা সান বানিয়েছেন। রাজা ১৮৯৬ সালে জন্মগ্রহণ করেন আর ১৯৫৯ সালে মৃত্যুবরণ করেন। এটি তার সমাধি।

এখানে অনেক পর্যটক দেখতে আসেন। এটি বান্দারবানের একটি ঐতিহ্য।