একই সমুদ্র

রাজু আলাউদ্দিন
Published : 17 Oct 2007, 07:10 PM
Updated : 17 Oct 2007, 07:10 PM

সেন্ট মার্টিনের সমুদ্র দেখে আমি মুগ্ধ। বাংলাদেশের সমুদ্রের পানি এত নীল আর স্বচ্ছ! বিশ্বাস হয় না। সকাল সাড়ে ৬টার দিকে ক্যামেরা নিয়ে সমুদ্রের সৌন্দর্যের ছবি তুলতে বের হলাম আর পাচঁজন টুরিস্টের মত। মাত্র দুদিনের জন্য আসা। যত পারা যায় ছবি তো তুলতে হবে। পেছন দিকের কোরাল বিচ ধরে হাঁটতে হাঁটতে দেখা এক দল ব্যস্ত মানুষের সাথে। বাচ্চারা দৌড়ে দৌড়ে গামলায় সামুদ্রিক গুল্ম তুলছে , আর বড়রা ভারা ভরে নিয়ে যাচ্ছে সৈকতে। সেখানেও আবার দু'তিনজন মিলে সমুদ্রের তীরে তা বিছিয়ে দিচ্ছে শুকাবার জন্য। 'ভালো সাবজেক্ট ছবি তোলার জন্য' – মনে মনে খুশি হয়ে ছবি তোলা শুরু করলাম।

বাচ্চারা দৌড়ে এসে পৌজ দেয় ক্যামেরার সামনে। বড়রা নির্বিকার। সবুজ কামিজ পরা এক মহিলার বিষন্ন নির্বিকার চোখ আকৃষ্ট করল আমাকে। পিছু পিছু ঘুরি। নাম জিজ্ঞাসা করলে যা বলে তা আমার বোধগম্য হয় না । আবার জিজ্ঞাসা করলে ভ্রু কুঁচকে যেভাবে তাকায় তাতে ওখানেই থেমে যাই। পাছে বকা দেয়, ছবি তুলতে নিষেধ করে এই ভয়ে কথা না বাড়িয়ে ওদের তালে তালে আমার কাজ চালিয়ে যাই। মনে মনে ভেবে নেই ওর নাম 'খুশি'। এমন অসুখি চেহারার মেয়ের নাম কেন 'খুশি' মনে হল আমি জানি না। কিন্তু নামটা আমার মাথায় ঢুকে যায়।

প্রায় ঘণ্টা খানেক সময় পর ওরা আমার সাথে সহজ হয়ে ওঠে। খুশির বিষণ্ন মুখে হালকা হাসি দেখা যায়। কথা অল্প অল্প এগোয়।

এই সামুদ্রিক গুল্ম কুড়িয়ে খুশিদের সংসার চলে। তার পরিবারের সবাই এখন এই কাজ করে। ভাই, ভাইবউ, বোনজামাই, ভাইবোনের বাচ্চারা আর মা। খুশির মা জানায় 'বার্মা' (মিয়ানমার) থেকে লোক আসে এই শুকনা গুল্ম কিনতে। পুরো পরিবারের কুড়ানো গুল্মের দাম পাওয়া যায় কোনো কোনো মাসে দুই থেকে আড়াই হাজার টাকা। কখনও আরো কম। খুশির স্বামীর কথা জিজ্ঞাসা করলে খুশি সমুদ্রের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত – 'সাগরে নিছে গত বছর। মাছ ধরতে গেছিল, ঝড়ে হারায় গেছে।' খুশি আবার কথা বলা বন্ধ করে। তার দীর্ঘ ছায়া পরে সমুদ্রের নীল পানিতে! দূরে ভাই ও ভাইবউ একে অন্যকে সাহায্য করছে।

ছেঁড়া দ্বীপে যাওয়ার জন্য আমার ডাক পড়ে যায়। খুশির কাছ থেকে আর জানা হয় না এত সুন্দর সমুদ্রের রূপ কি খুশিকে আকৃষ্ট করে? যার টানে প্রতিদিন দলে দলে টুরিস্টরা ভিড় জমায়।

ঢাকা, অক্টোবর ২০০৭

বন্ধুদের কাছে লেখাটি ইমেইল করতে নিচের tell a friend বাটন ক্লিক করুন: